নার্গিস মোহাম্মদি বলেন, তিনি তাঁর আত্মজীবনী প্রকাশ করতে চান। ইতিমধ্যে এটি লেখা হয়ে গেছে। এখন তিনি তাঁর দ্বিতীয় বই লিখছেন। বইটি মূলত ইরানের কারাগারে বন্দী নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের বিষয়ে।
নার্গিস মোহাম্মদি বলেন, এভিন কারাগারে নারীদের জন্য একটি আলাদা ইয়ার্ডে ৭০ জন বন্দীকে রাখা হয়। তাঁরা বিভিন্ন বয়সী ও বিভিন্ন পেশার। সেখানে সাংবাদিক, লেখক, অধিকারকর্মীও রয়েছেন। সেখানে তাঁদের নির্যাতনের একটি প্রচলিত অস্ত্র হচ্ছে বিচ্ছিন্নতা। তিনি বলেন, ‘কারাগারে আমাদের ১৩ জনকে একটি কক্ষে রাখা হয়। এটি এমন একটি স্থান, যেখানে রাজনৈতিক বন্দীকে মৃত্যুবরণ করতে হয়। আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে থাকা বন্দীদের নির্যাতনের শিকার ও যৌন সহিংসতার ঘটনা নথিবদ্ধ করেছি।’