বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৯, ২৪ নভেম্বর ২০২৪
জামায়াত-বিএনপি নেতাদের ওপর হামলার অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওসমান গনি তাদের কারাগারে পাঠানো আদেশ দেন। এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে চলতি বছরের ১৯ নভেম্বর শরণখোলার উত্তর সাউথখালী এলাকার বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ নাম না জানা ৪০-৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, “ঢাকার সমাবেশ থেকে ফেরার পথে রায়েন্দা মাছ বাজার এলাকায় আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আটজন গুরুতর আহত হই। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আসামিদের প্রভাবে কোথাও অভিযোগ দিতে পারিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আদালতে মামলা করি।”
বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, “আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানির পর তাদের আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানো আদেশ দেন।”
ঢাকা/শহিদুল/মাসুদ