চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি শূন্য ৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার ৩১ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে।
গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই ’২৪-সেপ্টেম্বর ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফু–ওয়াং ফুড লিমিটেড। গত রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।