হার এড়ালেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতো লিভারপুল। আগের ছয় ম্যাচই জেতা দলটি কোনও ছাড় দিলো না। ১০ জনের লিলকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করলো।
মোহাম্মদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে জিতেছে লিভারপুল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১। দুই নম্বরে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা।
৩৪তম মিনিটে কুর্তিস জোন্সের লম্বা পাস ধরে ৫০তম ইউরোপিয়ান গোল করেন সালাহ।
দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আইসা মান্দি। ৫৯তম মিনিটে ১০ জন হলেও ফরাসি ক্লাব সমতা ফেরায়। তিন মিনিট পর জোনাথান ডেভিড স্কোর ১-১ করেন। টুর্নামেন্টে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল।
তবে ঠিক তারা তিন পয়েন্ট আদায় করেছে। ৬৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে মারেন এলিয়ট। লিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায় বল।