লিটন দাসের অধিনায়কত্বের প্রশংসার জোয়ার বইছে বাংলাদেশের ক্রিকেট মহলে। এতটাই যে ব্যাটসম্যান লিটনের ব্যর্থতাও ঢাকা পড়েছে। কারণও আছে। অধিনায়ক লিটনের অধীনে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে ধবলধোলাই করেছে বাংলাদেশ।
প্রধান কোচ ফিল সিমন্স থেকে দলের খেলোয়াড়দের মুখেও লিটনের প্রশংসার জোয়ার বইছে। সর্বশেষ লিটনের প্রশংসা করলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানিয়েছেন, সর্বশেষ বিপিএলে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার পর অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে।
বিপিএলের সর্বশেষ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্ব লিটনকে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ সালাউদ্দিন। লিটনের অধীনে সেবার ফাইনাল খেলেছিল কুমিল্লা।
তবে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছিল সালাউদ্দিনকে। সিরিজ জেতার পর সেই কথাই সাংবাদিকদের জানিয়েছেন সালাউদ্দিন, ‘গত বছর লিটনকে কুমিল্লার অধিনায়কত্ব দিয়েছিলাম, তখন এ নিয়ে আমার কথা শুনতে হয়েছিল। আমি যখন সিদ্ধান্ত নেই অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেই। কারণ, মানুষের চিন্তাভাবনা, খেলা সম্পর্কে আইডিয়া, কতটা দূরদৃষ্টিসম্পন্ন সেসব দেখেই আমি সিদ্ধান্ত নেই।’