দক্ষিণ আফ্রিকার সঙ্গেই বেশি যায় পরিচয়টা, যদিও তারা নিজেরা এই পরিচয়ে পরিচিত হতে চায় না কখনো। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির বড় আসর মানেই দক্ষিণ আফ্রিকা ‘চোকার্স’, আসল সময়ে ভেঙে পড়া এক দল।
একই কথা যদি নিউজিল্যান্ডকে নিয়েও বলা হয়, খুব কি ভুল হবে! আসল সময়ে তাদেরও তো ভেঙে পড়তেই দেখা যায়। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। তাতে মুখোমুখি হচ্ছে বড় উপলক্ষে স্নায়ুচাপের রোগী হয়ে যাওয়া এই দুই দল।