বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ভিড়ের মধ্যে নিজের মুঠোফোন খোয়ান সদর উপজেলার গবাই গ্রামের মো. রহিম বাদশা ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টুপামারি গ্রামের মফিজুল হক। তাঁরা জানান, মুঠোফোন হারানোর ঘটনায় থানায় জিডি করেছেন।
মাহফিলের আয়োজক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মাহফিল ঘিরে এক বা একাধিক চক্র গড়ে উঠেছে, যারা ভিড়ের সুযোগে চুরিসহ অপকর্মে লিপ্ত হয়। যাদের অধিকাংশ লালমনিরহাটের বাইরের জেলা থেকে এসেছে। সদর থানার পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করে থানায় নিয়ে গেছে বলে শুনেছেন।