Homeদেশের গণমাধ্যমেলাদাখের কিছু অংশ চীন দাবি করায় ভারতের প্রতিবাদ

লাদাখের কিছু অংশ চীন দাবি করায় ভারতের প্রতিবাদ



|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২১:৫৯, ৩ জানুয়ারি ২০২৫


লাদাখের কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করায় প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন বেআইনিভাবে চীনা দখলদারিকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ২৭ ডিসেম্বর জানিয়েছিল, দেশের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের সরকার এই অঞ্চলে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। নতুন দুই কাউন্টির নাম-হেয়ান ও হেকাং। এই দুই কাউন্টির অনুমোদন দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, চীনের তথাকথিত প্রদেশগুলির অংশ লাদাখের অধীনে পড়ে এবং নয়াদিল্লি ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই মেনে নেয়নি।

তিনি বলেছেন, “আমরা চীনের হোটান প্রিফেকচারে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই স্বীকৃতি দেয়া হয়নি।”

রণধীর জয়সওয়াল বলেন, “চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। লাদাখের ওই অংশ আমাদের ছিল, আমাদেরই থাকবে। আমরা কূটনৈতিকভাবে চীনের কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি।”

২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগ তুলেছিল ভারত। ওই বছরের ১৫ জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয় ২০ ভারতীয় সেনা। ওই ঘটনার পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক শুরু হয় চীন ও ভারতের মধ্যে। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল-মলডো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকে এলএসির কিছু এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছোনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু প্যাংগং হ্রদ লাগোয়া ফিঙ্গার এরিয়া, ডেপসাং উপত্যকাসহ বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা অমীমাংসিতই ছিল। সম্প্রতি সেই সমস্যারও সমাধানের বিষয়ে একমত হয়  প্রতিবেশী দুই দেশ। এরই মধ্যে নতুন করে লাদাখ ইস্যু সামনে এলো।

 

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত