Homeদেশের গণমাধ্যমেলঞ্চে নবজাতকের জন্ম, পাবে আজীবন যাতায়াত সুবিধা

লঞ্চে নবজাতকের জন্ম, পাবে আজীবন যাতায়াত সুবিধা


ঢাকা-চাঁদপুর নৌরুটে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় সাদিয়া আক্তার নামের এক যাত্রী কন্যাসন্তানের জন্ম দেন।

এ নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবে বলে ঘোষণা দিয়েছেন লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের করনিক মো. দীপু।

সাদিয়া আক্তার জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের শ্রমিক জহির খানের স্ত্রী। চিকিৎসার জন্য তিনি চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন।

লঞ্চের করনিক দীপু বলেন, রোববার বিকেল ৫টার দিকে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চ চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছায়। তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামের এক যাত্রীর প্রসবব্যথা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি এক কন্যাসন্তান জন্ম দেন।

তিনি আরও বলেন, এই খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত বিনামূল্যে ঘোষণা দিয়েছেন।

ওই সময় লঞ্চে সাদিয়া আক্তারের সঙ্গে ছিলেন তাঁর আত্মীয় মৌসুমি বেগম। তিনি জানান, সাদিয়ার প্রসবব্যথা হলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় এক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়। তবে তারা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউ নেই। এ জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফলে বিকেল পাঁচটার লঞ্চে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।

মৌসুমি বেগম আরও জানান, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাত ১২টার লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে চলে আসেন। এখন মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

শরীফুল ইসলাম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত