Homeদেশের গণমাধ্যমেলঞ্চের আগেই আইফোন ১৭ এর দাম জানা গেল

লঞ্চের আগেই আইফোন ১৭ এর দাম জানা গেল


এ বছরের সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম। রিপোর্ট বলছে, চারটি মডেল আনবে অ্যাপল, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স। অর্থাৎ প্লাস ভ্যারিয়েন্ট মডেলটি এবার আর থাকবে না।

স্ট্যান্ডার্ড আইফোন ১৭-এ একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা। আইফোন ১৬-এর ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ ডিজাইন বজায় রাখছে অ্যাপল। তবে এর সাইজ অল্প বেড়ে হতে পারে ৬.৩ ইঞ্চি, ঠিক আইফোন ১৬ প্রো-র মতো।

স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড হবে একটি ১২০ হার্জের প্রোমোশন রিফ্রেশ রেট। যা আগে প্রো মডেলগুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি আরও টেকসই করার জন্য অ্যাপল আনতে পারে একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং।

শোনা যাচ্ছে, আইফোন ১৭ চালিত হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ চিপ দ্বারা। যা তৈরি করা হয়েছে উন্নত ৩এনএম প্রক্রিয়ার মাধ্যমে। এর পূর্বসূরির মতোই এতে থাকবে ৮জিবি র‍্যাম। তবে ব্যাটারিতে বড় পরিবর্তন হতে পারে বলে আশা। আর চিপসেট পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারে।

অন্যতম বড় পরিবর্তন আসতে পারে সেলফি ক্যামেরায়। সিক্স এলিমেন্ট লেন্স-সহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আনতে পারে অ্যাপল। তবে রিয়ার ক্যামেরায় কোনো পরিবর্তন না-ও আসতে পারে। সাদা, কালো, নীল এবং গোলাপি রঙে মিলতে পারে আইফোন ১৭ আসতে পারে।

আইফোন ১৭ এর দাম হবে আইফোন ১৬-এর মতোই। আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে আর বাংলাদেশী মুদ্রায় যা শুরু হবে ৯৭ হাজার ৫৯ টাকা থেকে।

সূত্র: টাইমস নাও

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত