মুমিনুল–তাইজুলের এই জুটির মধ্য দিয়ে নতুন এক নজিরও দেখল টেস্ট ক্রিকেট। কুলীন এই সংস্করণের ১৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশই প্রথম দল হিসেবে ৫০ রানের কমে ৮ উইকেট হারানোর পর নবম কিংবা তার পরের উইকেট জুটিতে ১০০+ রান তোলার নজির গড়ল।
এর আগে ৬৫ রানে ৮ উইকেট হারিয়ে নবম উইকেট জুটিতে ১০০–এর বেশি রান তোলার নজির দেখা গেছে। ১৯৬৭ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এমন পাল্টা লড়াই করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তিখাব আলম। জাভেদ বুর্কি দলীয় ৬৫ রানে আউট হওয়ার পর নবম উইকেটে ১৯০ রানের জুটি গড়েছিলেন আসিফ ও ইন্তিখাব।