Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব

লক্ষ্মীপুরে শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব



লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২১ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১৬:০২, ২১ জানুয়ারি ২০২৫


‌‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।

জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন উৎসবের আয়োজন করে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা হলরুমে আয়োজিত দেয়ালিকা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবরাও এতে অংশ নেন। 

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ছাত্র-জনতার প্রতিচ্ছবিসহ আন্দোলন সংগ্রামে নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হল রুমের চার দেয়ালে আওয়ামী লীগের নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরেঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, “জেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আজকে শুধুমাত্র সদর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। উৎসবে শিক্ষার্থীদের অসাধারণ মেধা ও প্রতিভার চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব পালন করা হবে।” 

তিনি আরো বলেন, “কিভাবে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ।” 

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত