Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে বৃষ্টিপাত অব্যাহত | সারা বাংলা

লক্ষ্মীপুরে বৃষ্টিপাত অব্যাহত | সারা বাংলা



লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
আপডেট: ২০:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে গতকাল শুক্রবার শুরু হওয়া বৃষ্টি শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। ফলে জেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলায় শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। স্থানীয়দের ধারণা, বৃষ্টি থেমে না গেলে আবারও বন্য পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া অবজারভার সোহরাব হোসেন আজ দুপুর ১২টার দিকে বলেন, ‘শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত জেলার রামগতিতে ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে নিন্মচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত বৃষ্টি হতে পারে।’

স্থানীয়রা জানায়, গত কয়েদিন ধরে বন্যার পানি নামতে শুরু করেছে। অনেক এলাকা থেকে পানি পুরোপুরি নেমে গেছে। তবে, শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে কোথাও কোথাও পানি উঠেছে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা। যেসব এলাকা এখনো পানির নিচে, সেখানে পানির উচ্চতা আবারও বৃদ্ধি পেয়েছে। নানা প্রতিবন্ধকতা থাকায় ঠিকমতো পানি খালে নামতে পারছে না। এভাবে বৃষ্টি হতে থাকলে আবারও বন্যার কবলে পড়বে লক্ষ্মীপুরবাসী।

রামগতির বাসিন্দা আবদুল্লাহ শারীফ বলেন, ‘বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে এই বৃষ্টি। কোথাও যেতে পারিনি আজ। বৃষ্টি অব্যাহত থাকলে এবং উজান থেকে যদি আবারও ঢল নেমে আসে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

জাহাঙ্গীর/মাসুদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত