Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে দেয়ালে লিখে সমন্বয়ককে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে দেয়ালে লিখে সমন্বয়ককে হত্যার হুমকি



লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৭ জানুয়ারি ২০২৫  

দোকানের দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হয়


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়ির সামনের দোকানের দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলা এলাকায় দোকানের দেয়ালে লেখা ছিল, ‘সমন্বয়ক মৃত্যু প্রস্তুতি হও’।

ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক এম ফারভেজের বাড়ি। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’, ‘হাসিনা আসবে’, ‘মুজিববাদ’, ‘ছাত্রলীগ আসবে’ এমন লেখা দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেনের গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে মোটরসাইকেল যোগে মহড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সমন্বয়ক এম ফারভেজ বলেন, ‘‘দুদিন আগে রাতের আঁধারে আমাদের এলাকাজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়ালে লেখে। এরমধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেয়। এরপর থেকে আমরা শঙ্কায় রয়েছি।’’

আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেন বলেন, ‘‘দুই দিন আমি বাড়ি ছিলাম না। রাতের আঁধারে কারা নাকি বাড়ির সামনে এসে ঘুরে যায়। এর আগে রাতে একটি মোটরসাইকেলে করে তিন জন আমার ঘরের সামনে আসে। আমি বের হতেই তারা পালিয়ে যায়।’’ উভয় ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় এম ফারভেজ বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

ছাত্র সমন্বয়ক আরমান হোসেন বলেন, ‘‘দুটি ঘটনাই আমাদের জন্য হুমকিস্বরুপ। এরআগেও বিভিন্ন মাধ্যমে আমাদের ছাত্র প্রতিনিধিদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’’ 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোপনে কিছু দেয়াল লিখন হয়েছে। পুলিশের টিম কাজ করছে। যারা এগুলো লিখেছে, তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

 

ঢাকা/লিটন/বকুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত