লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নুরুল আমিন নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই সময়ে নিহত ব্যক্তির চার সন্তানকেও মারধর করা হয়। গতকাল সোমবার রাত ১১ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে তোরাবগঞ্জ বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।