Homeদেশের গণমাধ্যমেলক্ষাধিক পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ‘সারা’

লক্ষাধিক পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ‘সারা’


এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। নতুন বছর উপলক্ষে এই আয়োজনে থাকছে নির্দিস্ট পণ্যের উপর ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়/ সারাদেশে মোট ১৫টি আউটলেটসহ সারা’র ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও থাকছে এই অফার।

এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিস ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পণ্য। পুরুষদের পোশাকের মধ্যে অ্যাকটিভ ওয়্যার, ব্লেজার, বটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফরমাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি শার্টে মিলছে অফারটি।

উইমেন্স ক্যাটাগরিতে মিলছে টুপিস, থ্রিপিস, বটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার,শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরও কিছু পণ্যে। বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু পিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এই অফার। অন্যদিকে লেদার ও এক্সেসরিসে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে এ ডিসকাউন্ট। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেওয়া হচ্ছে ছাড়টি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত