বাড়ির উঠানে জড়ো হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের ভেতরেও মানুষের ভিড়। হলুদ টি-শার্ট পরে চেয়ারে বসে থাকা তরুণকে ঘিরে সবার চোখেমুখে বিস্ময়ের ছাপ। তরুণের মায়ের চোখে অশ্রু, তবে তা আনন্দের। তিনি কখনো ছেলের কপালে চুমু দিচ্ছেন। কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ভাই-বোনের মুখে হাসি।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমত উল্লাহর বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। গত বছরের ২৯ আগস্ট রাতে র্যাব পরিচয়ে একটি দল রহমত উল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
প্রায় ১৬ মাস পর আজ রোববার দুপুরের দিকে বাড়িতে পৌঁছান রহমত উল্লাহ (২১)। ছেলেকে জীবিত ফিরে পাবেন কি না সেটি জানা ছিল না মা মমতাজ বেগমের। ছেলেকে পেয়ে তিনি বলেন, ‘ছেলেরে আমি পাইছি, আমি শান্তি পাইছি। আল্লায় আমার ছেলেরে আমার বুকে আনছে।’