Homeদেশের গণমাধ্যমে‘র‍্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিন কীভাবে পদোন্নতি পেল?’

‘র‍্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিন কীভাবে পদোন্নতি পেল?’


গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন যাত্রাবাড়ীত আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এমন একজন অফিসার কীভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন।


রোববার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাজা ভাঙা তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। তিনি দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েক দিন যাধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হলো আন্দোলন চলাকালীন সময়ে র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনের। যাত্রাবাড়ীত আন্দোলন দমনে তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে।

আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। অন্য দিকে অন্তর্বর্তী সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে। আপনাদের বলব- জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাও কিন্তু টিকতে পারেনি। আপনারা যদি জনগণের বিপক্ষে যান তাহলে কিন্তু আপনারাও টিকতে পারবেন না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত