কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের পোশাক পরে দুর্বৃত্তরা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশকের ২৭ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বান্নী এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশের চৌদ্দগ্রাম উপজেলার পরিবেশক কুতুব উদ্দিন ওরফে শাওন বলেন, ‘চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিকাশের ২৭ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেট কারে করে কুমিল্লায় ফিরছিলেন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও গাড়িচালক মো. মহসিন। মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা র্যাবের পোশাক পরা পাঁচ জন প্রাইভেট কারটি থামায়। পরে তারা কারে থাকা দুজনকে তাদের গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে দুজনের কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে জেলার চান্দিনা এলাকায় গাড়ি থেকে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে আমাদের গাড়ি ছিনতাইকারীদের একজন চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনাগাজী এলাকায় ফেলে যায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, ‘ঘটনাটি শোনার পরই আমরা ভুক্তভোগীদের থানায় আসতে বলেছি। মোবাইল ফোনে বিষয়টি শুনেছি। তারা আসলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি জেনেছি। আমরা বিষয়টি জেনেই অভিযান শুরু করেছি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’