বগুড়ায় র্যাবের পোশাক পরে ফেরদৌস সরকার (২৫) নামের এক কলেজশিক্ষার্থীকে অপহরণ করেছিল ছয় ব্যক্তি। ওই ছাত্রের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ নিতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্রেফতার হয়েছেন দুই নারী। পরে শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, ‘এ ঘটনায় অপহৃত কলেজশিক্ষার্থীর স্বজনরা মামলা করেছেন। ওই ছাত্র এবং গ্রেফতারকৃত দুই নারীকে বগুড়া আনা হচ্ছে।’
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ফেরদৌস সরকারকে র্যাবের পোশাক পরা ছয় জন ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ফেরদৌস বগুড়া সরকারি শাহ সুলতান হক কলেজের অনার্স শেষবর্ষের ছাত্র। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের মৃত হাবিল সরকারের ছেলে।
ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বলেন, ‘গত শুক্রবার রাত আড়াইটার দিকে মাইক্রোবাসযোগে আসা র্যাবের পোশাক পরা ছয় ব্যক্তি ছাত্রাবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। তাকে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শনিবার সকালে আমাদের কাছে ফোন করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। দুপুর পর্যন্ত বিকাশ ও নগদের বিভিন্ন নম্বরে তিন লাখ টাকা দেওয়া হয়। তারপরও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি থানায় জানালে বগুড়া জেলা পুলিশ কাজ শুরু করে। বিকাল ৫টার দিকে টাকা নিতে আসা দুই নারীকে আটক করে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ। সেইসঙ্গে মাধবদীতে ফেরদৌসকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।’
রবিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেছেন। নারায়ণগঞ্জে গ্রেফতার দুই নারী ও নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার ফেরদৌসকে বগুড়ায় আনার পর বিস্তারিত জানা যাবে।’
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র্যাবের পোশাক পরে অপহরণ করা ব্যক্তিরা দুর্বৃত্ত। তারা অপহরণকারী চক্রের সদস্য। এই চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব।’