প্রাচীনকালে সিসাদূষণের প্রধান কারণ ছিল বিভিন্ন রুপার খনি। তখন সিসাসমৃদ্ধ খনিজ ‘গ্যালেনা’ রুপা আহরণের সময় সংগ্রহ করা হতো। প্রতি আউন্স রুপার জন্য হাজার হাজার আউন্স সিসা সংগ্রহ করা হতো। পরে তা ফেলে দেওয়া হতো। এর ফলে উচ্চ মাত্রার সিসাদূষণের কারণে বন্ধ্যত্ব, রক্তশূন্যতা, স্মৃতিশক্তি হ্রাস, কার্ডিওভাসকুলার রোগ ও ক্যানসারের প্রকোপ বাড়ে। গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলীয় সিসাদূষণ লৌহ যুগে শুরু হয়েছিল। রোমান প্রজাতন্ত্রের সময় খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকের শেষের দিকে সেই দূষণ শীর্ষে পৌঁছেছিল।
নতুন এ গবেষণার বিষয়ে ইতিহাসবিদ অ্যান্ড্রু উইলসন বলেন, গবেষণায় সিসাদূষণের রেকর্ড জানা গেছে। পর্যায়ক্রমে প্লেগ ও অন্যান্য মহামারির তথ্যাদি সুনির্দিষ্টভাবে জানার সুযোগ আসছে।
সূত্র: ফিজিস ডট অর্গ