রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের একটি সংগঠন। বৈশ্বিক সেবামূলক সংগঠনটির যাত্রা শুরু ১৯০৫ সালে। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারি ক্লাবের সদস্য হয়ে থাকেন। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারি পর্যায়ে মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশিপ প্রদানের ব্রত নিয়েই সংগঠনটি গঠন করা হয়।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টোনে রোটারির সদর দপ্তর। জনকল্যাণমুখী বিভিন্ন সেবামূলক প্রকল্প গ্রহণের জন্য ১৯২৮ সালে রোটারি ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের অর্থায়নে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি, মানবধর্মী প্রকল্পে অর্থ বরাদ্দ এবং রোটারিয়ানদের বিদেশ সফরে নিয়ে যাওয়া হয়।
সেই রোটারি ফাউন্ডেশন দেবে ফেলোশিপ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য মিলবে ফেলোশিপ/বৃত্তি। এ ফেলোশিপের আওতায় বিনা মূল্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। নানা সুযোগ–সুবিধার মধ্যে ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে এ ফেলোশিপে।