মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। জয়ের পর অধিনায়ক সাবিনা খাতুন কিছুটা বিব্রতকর অবস্থাতেই পড়লেন। সেটি তাঁর অ্যাডমিন-নিয়ন্ত্রিত অফিশিয়াল ফেসবুক পেজের কারণেই। দুঃখ প্রকাশও করলেন তিনি। সেই সঙ্গে সব বিতর্ক ও নেতিবাচক সংবাদ এক পাশে সরিয়ে নিজেদের লক্ষ্য অর্জনের দিকেই মনোযোগী হতে চাওয়ার কথাও বলেছেন তিনি।
ভারতকে ৩-১ গোলে হারানোর পর সাবিনার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয় এমন, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’