Homeদেশের গণমাধ্যমেরোজার সঙ্গে রোমান্টিক মুহূর্ত, তাহসান লিখলেন ‘তুমি কে?’ 

রোজার সঙ্গে রোমান্টিক মুহূর্ত, তাহসান লিখলেন ‘তুমি কে?’ 



জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৪ জানুয়ারি ২০২৫  


জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ‘ভাইরাল’ হওয়াটাই স্বাভাবিক। সে খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। যদিও সাতসকালে তাহসান গণমাধ্যমে ‘বিয়ে’ শব্দটি এড়িয়ে গিয়েছিলেন। বলেছিলেন বিকালে বিস্তারিত জানাবেন। 

বিকাল গড়িয়ে সন্ধ্যা। ভক্তরা অধীর অপেক্ষায়। অবশেষে সন্ধ্যায় তাহসানের ফেসবুক পেজে ফুটে উঠল রোজা আহমেদের সঙ্গে রোমান্টিক একটি ছবি। তাহসান ক্যাপশনে ‘হোম ফর লাইফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন:

“কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে

আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?

যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”

এদিকে গণমাধ্যমে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেছিলেন, “এখনও বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।”

এর আগে, আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই মূলত খবরটি ছড়ায়।

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে। 

২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালের ৪ অক্টোবর তারা সম্পর্কের ইতি টানেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

ঢাকা/রাহাত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত