Homeদেশের গণমাধ্যমেরেললাইনে বসে হেডফোনে গান শুনছিলেন তরুণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু

রেললাইনে বসে হেডফোনে গান শুনছিলেন তরুণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু


রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন এক তরুণ। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় তার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেললাইনের বোর্ড বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিন রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

ওই তরুণের নাম মেহেদী হাসান (২০)। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

স্বজনদের দেওয়া তথ্যমতে, দুই মাস আগে বিয়ে করেছিলেন মেহেদী। বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই দিন রাতে বোর্ড বাজার এলাকায় রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া অভিমুখে আসার পথে রাত পৌনে ১০টার দিকে বোর্ড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছালে তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ‘ফারাজীপাড়া গ্রামের মেহেদী হাসান নামে এক তরুণ ট্রেনের ধাক্কায় মারা গেছেন। বিকালে তার মরদেহ দাফন করা হয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত