রিশাদ হোসেনের মাথায় ফজল মাহমুদ ক্যাপ। আঙুল দিয়ে দেখিয়েও দিচ্ছেন সেই টুপি, যেন বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারির টুপি এটি।
এই ছবি তাঁর দল লাহোর কালান্দার্স পোস্ট করেছে নিজেদের এক্স হ্যান্ডলে। ক্যাপশনে লেখা, ‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় ফজল মাহমুদের ক্যাপ রিশাদ হোসেনের।’
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এই ছবি পরম প্রশান্তির। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অন্য দেশের খেলোয়াড়দের ভালো করার ছবিই তো এ দেশের ক্রিকেটপ্রেমীদের প্রায় বেশির ভাগ সময়ই দেখতে হয়। রিশাদ সেখানে অন্য স্বাদ এনে দিলেন, যেটাকে আপনি বলতে পারেন দেশের ছেলের বৈদেশিক বীরত্ব।