রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ প্রথম আলোকে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। চালক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক বলেছেন, গাড়ির সামনের একটি চাকা বিকল ছিল। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আহত ব্যক্তিরা জানান, ফুটপাত না থাকায় সড়কের পাশ ধরে একজনের পেছনে অন্যজন হাঁটছিলেন। হঠাৎ প্রচণ্ড গতিতে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে সাতজনের দলের পেছনে থাকা মো. সামিউল ইসলাম, মামুন অর রশীদ ও মো. আকাশ গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সামিউল, তার ডান পা ভেঙে গেছে। প্রাইভেট কারের আঘাতে মামুন গাড়িটির ওপরে উঠে গ্লাসের ওপরে গিয়ে পড়েন। তাঁরও ডান পায়ের হাড় ভেঙে গেছে। মারাত্মক জখম হয়েছে আকাশেরও।