বান্দরবান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতাকারী ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে।
ছাত্রলীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তারা বিক্ষোভ করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। বান্দরবান বাজার প্রদক্ষিণ করে এটি শেষ হয় প্রেসক্লাব চত্বরে গিয়েছ।
গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, জোবায়ের হোসেন ও মাহীর ইরতিসামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল বলেন, দুই সহস্রাধিক ছাত্র-জনতার রক্তখেকো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্রজনতা আরও দূর্বার আন্দোলন গড়ে তুলে সন্ত্রাসী ছাত্রলীগসহ ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।