Homeদেশের গণমাধ্যমেরাষ্ট্রপতির আদেশ জারির আগে ইউজিসি না ছাড়ার ঘোষণা ভর্তিচ্ছুদের

রাষ্ট্রপতির আদেশ জারির আগে ইউজিসি না ছাড়ার ঘোষণা ভর্তিচ্ছুদের


চব্বিশ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তারা লং মার্চ নিয়ে ইউজিসির সামনে যান। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আসেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেননি।

এদিকে, দুপুর দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভর্তিচ্ছুরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন।

জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা সবসময় চেষ্টা করছি গুচ্ছ বহাল থাকুক। তারপরও কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। আশা করি, এটা নিয়ে খুব শিগগির একটি ভালো সমাধান হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত