রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে এই হামলার সময় মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের ভেতর ড্রোনের আঘাতে ঘরবাড়ির জানালা ভেঙে গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
ওরিওলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ শনিবার সকালে বলেছিলেন, একটি অবকাঠামোতে ‘ব্যাপক হামলা’র কারণে আগুন ধরে যায়।
ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভ্লাদিমির কনড্রাতিয়েভ বলেছেন, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দেশের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
একটি ড্রোনের আঘাতে গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেনের উত্তর সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা সাতটি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, দুটি গ্রামে ইউক্রেনের হামলায় একজন বাসিন্দা আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন লেগেছে।