বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে। বাবার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন ইয়াসিন মিয়া শেখ (২২)। পরে ১৫ লাখ টাকা খরচ করে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরি নেন তিনি। কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন।
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে প্রকাশ করতেন। কিন্তু ঈদের পরদিন গত মঙ্গলবার যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তাঁর মৃত্যুর খবর পেয়েছে পরিবার।
ইয়াসিন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে। ওই গ্রামের মৃত আবদুস সাত্তার শেখের ছেলে তিনি। গত ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও স্বজনেরা জানতে পারেন ঈদের পরদিন মঙ্গলবার। রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী হাসান মুঠোফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে মৃত্যুর খবর দেন। ইয়াসিনের মৃত্যুর খরব পাওয়ার পর থেকে পরিবারে মাতম চলছে।