যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘উত্তর কোরিয়া যদি ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করে, যেমনটা কিয়েভ অভিযোগ করেছে, তবে এটি অনেক অনেক গুরুতর বিষয়।’ রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হবে বলেও জানান তিনি।
অস্টিন সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর প্রমাণ আছে।’
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কাবরি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, পূর্ব রাশিয়ার তিনটি সামরিক ঘাঁটিতে উত্তর কোরিয়ার অন্তত তিন হাজার সেনা প্রশিক্ষণ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের দৃঢ় বিশ্বাস, চলতি মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সেনাদের দেশটির ওনসান অঞ্চল থেকে রাশিয়ার পূর্বের শহর ভ্লাদিভস্তকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনটি সামরিক ঘাঁটিতে পাঠানো হয় তাঁদের।