Homeদেশের গণমাধ্যমেরাবিতে কোরানের পোড়ানোর ঘটনায় আটক ১

রাবিতে কোরানের পোড়ানোর ঘটনায় আটক ১



রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৫  


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দোষীর নাম-পরিচয় এবং কোন থানায় আছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।

উপাচার্য ফেসবুক লেখেন, “পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে।”

তিনি আরো লেখেন, “অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন সনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্টের দোষীর পরিচয় প্রকাশ না করায় চলছে নানা আলোচনা সমালোচনা। দোষী নাম পরিচয় জানতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপাচার্য বলেন, “যতটুকু বলা সম্ভব তা জানিয়েছি। এ মুহূর্তে আর বলার কিছু নেই। এগুলো আমাদের হাতে নেই।”

গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। এ বিষয়ে সেদিনই নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

ঢাকা/ফাহিম/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত