ফিলিস্তিনের গাজা ও মিসর সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসকগোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ। মে মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রাফাহ এলাকায় অভিযান চালিয়ে ক্রসিংটির গাজা অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের অংশ বন্ধ করে দেয় মিসর।
হামাসের সঙ্গে এই বৈঠকের বিষয়টি গত রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন ফাতাহ নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। মিসরের দেওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুই পক্ষ এই বৈঠকে বসেছে।
আবদুল্লাহ জানান, রাফাহ ক্রসিং আবার খোলা নিয়ে মিসরের দেওয়া একটি প্রস্তাবের বিষয়ে হামাস প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করছে কায়রোতে অবস্থানরত ফাতাহর একটি প্রতিনিধিদল। প্রস্তাব অনুযায়ী ক্রসিংটি তদারকের দায়িত্বে থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।