Homeদেশের গণমাধ্যমেরাতে বার্সার কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ বায়ার্ন

রাতে বার্সার কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ বায়ার্ন


চ্যাম্পিয়নস লিগে আজ বুধবার বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ মহারণ। ঘরের মাঠে দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই জায়ান্ট। 

মহারণ বলা হলেও সাম্প্রতিক সময়ের রেকর্ড দেখলে মনে হবে বায়ার্নেরই আধিপত্য। ১৫ ম্যাচে ১০বারই জিতেছে জার্মান জায়ান্টরা। সর্বশেষ ৬ লড়াইয়ে বায়ার্নই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তার মধ্যে চারটিতে কাতালান জায়ান্টরা কোনও গোল পায়নি। বার্সার বর্তমান কোচ হানসি ফ্লিক যখন ২০২০ সালে বায়ার্নের কোচ ছিলেন, ঠিক ওই সময় কোয়ার্টার ফাইনালে দলটির কাছে ৮-২ গোলে বার্সা বিধ্বস্ত হয়েছে। সেই ফ্লিক এখন স্প্যানিশ ক্লাবটির কোচ হওয়ায় ঘুরে ফিরে আসছে অতীত প্রসঙ্গ। ফ্লিক অবশ্য অতীতকে গুরুত্ব দিচ্ছেন না, ‘অতীত এখন গুরুত্বপূর্ণ না, বর্তমানই গুরুত্বপূর্ণ। যা হয়েছে সেটা তো বদলানো যাবে না। তবে ভবিষ্যতে যা হবে সেটাতে প্রভাব রাখা সম্ভব। অবশ্যই আমরা এখন বায়ার্নকে হারানোর চেষ্টা করবো।’

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে বার্সা দুই ম্যাচ খেলে একটি জিতলেও হেরেছে অন্যটিতে। বায়ার্নেরও একই অবস্থা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময়ের রেকর্ড স্বস্তি দায়ক নয় বার্সার জন্য। সর্বশেষ ২০১৫ সালে শিরোপা জেতা দলটি শেষবার সেমিফাইনাল খেলেছে ২০১৯ সাল। বুন্দেস লিগা জায়ান্ট বায়ার্নের হয়ে ৬টি শিরোপা জেতা ফ্লিক বার্সাকেও একইভাবে উন্নতির পথে টেনে তুলেছেন। লা লিগায় শীর্ষে থাকলেও দলটির কঠিন পরীক্ষা আজ। সেই পরীক্ষায় প্রতিপক্ষকে সামলাতে নিজেও মুখিয়ে আছেন ফ্লিক, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে বায়ার্ন ভালো ফর্মেই আছে। আমরাও সেরা দলটির বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাবো। আশা করছি দারুণ কিছু হবে।’

একই সময় রাত ১টায় মুখোমুখি হবে লিভারপুল-লাইপজিগ। লিভারপুল প্রথম দুই ম্যাচ জিতলেও এই ম্যাচে ডিয়েগো জোতাকে পাচ্ছে না তারা। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। দুই দলই একটি করে ম্যাচ জয়ের সঙ্গে ড্র করেছে একটি।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত