Homeজাতীয়রাতের আঁধারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল উচ্ছেদ

রাতের আঁধারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল উচ্ছেদ


টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন দিয়ে ম্যুরালগুলো ভেঙে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশ উত্তেজিত ছাত্র-জনতা ভেঙে ফেলে। এরপর সোমবার রাতে তা পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ স্মৃতি পৌর উদ্যানের চা দোকানিরা বলেন, রাতে হঠাৎ একটি ভেকু মেশিন পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়। তারা জানান, এই উদ্যানে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সব শ্রেণির মানুষের সমাগম থাকে। ম্যুরাল ভাঙচুরের সময় তখন অনেক মানুষ ছিল। কিন্তু কেউ বলতে পারবে না কারা ভাঙচুর করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে কোনো কিছু তিনি বলতে পারবেন না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত