Homeদেশের গণমাধ্যমেরাতেও সমুদ্র ছুঁয়ে নামছে উড়োজাহাজ, বাড়বে পর্যটক

রাতেও সমুদ্র ছুঁয়ে নামছে উড়োজাহাজ, বাড়বে পর্যটক


কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন প্রথম আলোকে বলেন, রোববার থেকে রাত ১০টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে উড়োজাহাজ ওঠানামার জন্য উন্মুক্ত রাখা হচ্ছে। রোববার রাত ১০টা পর্যন্ত বিভিন্ন পরিবহন সংস্থার ১৬টি ফ্লাইট কক্সবাজার-ঢাকা রুটে আসা–যাওয়া করেছে। গত শনিবার কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হয় ১৭টি। সে তুলনায় রোববার ফ্লাইট বাড়েনি জানিয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন বলেন, পর্যটকের চাহিদা দেখে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। আগামী নভেম্বর থেকে শীত মৌসুম শুরু হচ্ছে, পর্যটকদের আগমনও বাড়বে। যাত্রীদের সুবিধার জন্যই রাত ১০টা পর্যন্ত উড়োজাহাজ চলাচলের নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, রাত ১০টা পর্যন্ত বিমান ওঠানামার জন্য সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ওয়াচ আওয়ার বাড়ানো, উন্নত প্রযুক্তি স্থাপন এবং পর্যটন অঞ্চলের উন্নয়নে দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করছে বেবিচক।

রাত ১০টা পর্যন্ত বিমান চলাচলের এই পদক্ষেপ পর্যটনশিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে জানিয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কক্সবাজারের পর্যটন দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত। নতুন সময়সীমা বাড়ানোতে ফ্লাইটের সংখ্যাও বাড়বে। বিদেশি পর্যটকদের আগমন ঘটবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন দিনে দুটি, কোনো দিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা এখন কক্সবাজার-ঢাকা রুটে দিনে সাত থেকে আটটি ফ্লাইট পরিচালনা করছে। নভো এয়ারের চার থেকে পাঁচটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। নতুন সময়সীমায় ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত