এসব অভিযোগ অস্বীকার করে নাসিম আকন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাই কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মেনে নেব।’
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বলেন, তিনি (নাসিম উদ্দিন) কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।