Homeদেশের গণমাধ্যমেরাজস্থানে সিএনজি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১১

রাজস্থানে সিএনজি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১১


প্রকাশিত: ২১:২১, ২০ ডিসেম্বর ২০২৪  


ভারতের রাজস্থানের জয়পুরে সিএনজি ট্যাঙ্কার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল সিএনজি ট্যাঙ্কারটি। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং জোরালো বিস্ফোরণ হয়। প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরো অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গেছে। পেট্রল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। একের পর এক ট্যাঙ্কার বিস্ফোরণ হয়।

ভাকরোতার পুলিশ কর্মকর্তা মণীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। আহতের সংখ্যাও অনেক বেশি।

 

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত