Homeদেশের গণমাধ্যমেরাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ


চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এ রুটে চলাচল করা যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। বিকল্প উপায়ে তারা ব্যাটারিচালিত অটোরিকশা বা সিএনজিতে রওনা হচ্ছেন গন্তব্যের দিকে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিকেল পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সামনে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। সন্ধ্যায় এ নিউজ লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি।

রফিকুল ইসলাম পাখি জানান, ঘটনাটি গত ২৬ অক্টোবরের। প্রতিদিনের মতো রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে মাসুদ পরিবহন ছেড়ে যায়। ওই বাসে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের এক সদস্য ছিলেন। তার থেকে ভাড়া চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

তিনি জানান, এ নিয়ে বাসের মধ্যে সুপারভাইজার ও শ্রমিক নেতার সঙ্গে বাগবিতাণ্ডার ঘটনা ঘটে। পরে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে স্থানীয় লোকজন নিয়ে তিনি মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজারকে মারধর করেন।

মোটর শ্রমিক নেতা জানান, পরের দিন রোববার বাস চাঁপাইনবাবগঞ্জে ট্রিপ নিয়ে গেলে তারা রাস্তা থেকে ঘুরিয়ে দেয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় বাস গেলে একইভাবে তারা ফেরত দেয়। ফলে সকাল ৯টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তারা চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

ইউনিয়নের নেতারা বলছেন, রাজশাহী থেকে বাস ছাড়ার জন্য। তাদের কথামতো বাস ছাড়লে বালিয়াঘাট থেকে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা বাস ফেরত দিচ্ছেন। চাঁপাইয়ের শ্রমিকরা বাস ফেরত দিলে রাজশাহীর চালকরা আমাদের ফোন দিয়ে অভিযোগ করছেন।

তারা বলছেন, আপনাদের (নেতা) কথা শুনে বাস ছেড়ে গেলে চাঁপাইনবাবগঞ্জে বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজশাহী-চাঁপাই সীমান্ত বালিয়াঘাট থেকে যাত্রী নামিয়ে বাস ফেরত দেওয়া হচ্ছে। সমস্যা সমাধানের লক্ষ্যে তারা নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত