রাজশাহীতে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।
আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন, কালবৈশাখী মেঘ রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এ কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার। বিকাল ৩টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগে ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি রেকর্ড করা যায়নি। সেদিন বৃষ্টির সময়ও তাপমাত্রা কমে গিয়েছিল। তবে পরে রোদ উঠে তাপমাত্রা বেড়ে যায়।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি এসেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। নগরের বিনোদপুর এলাকায় কথা হয় রিকশাচালক সফিকুলের সঙ্গে। তিনি বলেন, আবহাওয়া ঠান্ডা থাকলে ভালো। তবে বৃষ্টি হলে গাড়ি চালাতে সমস্যা হয়। শরীর বৃষ্টিতে ভিজে যায়। তবে রিকশা চালাতে আরাম পাই। শরীর থেকে ঘাম ঝরে না। রোজা রাখতে সমস্যা হয় না।
একই এলাকায় অপর রিকশাচালক তামিম বলেন, সকালে রেইনকোট শরীরে দিয়ে বের হয়েছি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রিকশায় ছাউনির কারণে যাত্রীর শরীরে বৃষ্টি পড়ে না। তবে চালকের শরীর বৃষ্টিতে ভিজে যায়। আর ঠান্ডা বাতাস বইছে। এ কারণে ঠান্ডা লাগছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। বিকাল ৪টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আগামী দু-একদিন এমন বৃষ্টিপাত হতে পারে।