রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৫০, ২৪ এপ্রিল ২০২৫
রাজশাহীর সার্কিট হাউস-সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার পরদিন বুধবার (২৩ এপ্রিল) সকালে আরএমপির ফেসবুক পেজে চার জন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুই জন হলেন—রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) এবং কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছেন। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং রাতেই অভিযান শুরু করে।
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেছেন, “নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেপ্তারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। দুই জন গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেদের ধরতে অভিযান চলছে।”
ঢাকা/কেয়া/রফিক