Homeদেশের গণমাধ্যমেরাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ

রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ


বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস তুলে নেওয়ার খবরে রাজবাড়ী এক্সপ্রেস আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ট্রেনটি ৪০ মিনিট আটকে রাখে বিক্ষোভকারীরা। পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়।

শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় মনিরুজ্জামান মনি, শাহ আলম, কাউসার আহম্মেদ রিপন, সোনিয়া আক্তার স্মৃতি, গোলাম মহিউদ্দিন গিটার ও লিটন প্রমুখ বক্তব‌্য রাখেন।

এর আগে ২০২৩ সালের ১ ও ২ নভেম্বর রাজবাড়ী ওপর দিয়ে চলাচল শুরু করে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া আসার সুযোগ হয় এ এলাকার মানুষের।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ১৫ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলরত ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস তুলে নেওয়ার খবরে বিক্ষোভ হলেও এখনও কোনো চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ‌্যমে এমন খবর শুনেছি।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত