‘রূপপুর প্রকল্পে দুর্নীতি’
ইকবাল হাসান বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের ৫০০ বিলিয়ন ডলার তারা (শেখ হাসিনাসহ তার পরিবার) নিয়ে গেছে। সেটা নিয়ে আরও তদন্ত হচ্ছে লন্ডনে টিউলিপের (ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানার মেয়ে) ব্যাপারে এবং আরও দুর্নীতি আছে।
প্রি-পেইড মিটার-বাণিজ্যে সিন্ডিকেটের কথা উল্লেখ করে ইকবাল হাসান বলেন, এটা তাদের একটা সিন্ডিকেট। ৭১ লাখ ২০ হাজার গ্রাহকের কাছে তারা মিটার পৌঁছাবে এবং সেখানে প্রায় ৩৬ কোটি টাকা পাচার করেছে…১ হাজার ২৩৫ কোটি অতিরিক্ত খরচ করেছে, এর মধ্যে দুর্নীতি করেছে ৬১৭ কোটি টাকা…মিটার সরবরাহ ও স্থাপন, বাস্তবায়নে ছিল ৪ হাজার ৫০০ কোটি টাকা, সেটা ১২ হাজার কোটি টাকা করেছে।
বিএনপির এই নেতা বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার প্রকল্প, এটার যে নেটওয়ার্ক তৈরি করছে, এই নেটওয়ার্কটা হচ্ছে কিছু ব্যক্তির নেটওয়ার্ক। যেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন আছে। তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে এই প্রকল্পে। এলএনজি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কোম্পানিসহ ‘একটি চক্র’।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তাঁরা ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্পগুলো রিভিউ করবেন।