আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ এবং এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কিছুটা কমে আসতে পারে, আবহাওয়া অফিসের বার্তা তা–ই জানাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেসব এলাকায় বৃষ্টি সম্ভাবনা অপেক্ষকৃত বেশি, এর মধ্যে আছে রাজশাহী, সিলেট, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ।