রাজধানীর খিলগাঁও জোরপুকুরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। পুলিশ বলছে, তারা ডাকাতদলের সক্রিয় সদস্য।
সোমবার (২০ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে জোরপুকুরপাড় মাঠের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জোরপুকুরপাড় মাঠের সামনে পাকা রাস্তার ওপর ৯/১০ জন দুষ্কৃতকারীর ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল যোগে তিনজন এবং অন্যরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি মোটরসাইকেলসহ মিরাজ ও আরিফকে গ্রেফতার করা হয়। ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিতো।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. মিরাজ (২১) ও মো. আরিফ (১৯)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোরা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মিরাজ ও আরিফের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও ও ডেমরা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।