Homeদেশের গণমাধ্যমেরহমতের ডাবল সেঞ্চুরি, জিম্বাবুয়েতে আফগানদের ঐতিহাসিক এক দিন

রহমতের ডাবল সেঞ্চুরি, জিম্বাবুয়েতে আফগানদের ঐতিহাসিক এক দিন


বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। তাদের প্রথম ইনিংসে ৫৮৬ রানের পর ব্যাট হাতে কড়া জবাব দিচ্ছে আফগানিস্তানও। তবে সেটা দিচ্ছে রেকর্ড প্রদর্শনীতে! তৃতীয় দিনে কোনও উইকেটই পড়তে দেয়নি সফরকারী দল। টেস্টে যা জিম্বাবুয়েতে ঘটেছে এবারই প্রথম! তারা দিন শেষ করেছে ২ উইকেটে ৪২৫ রানে। সফরকারী দল এখনও ১৬১ রানে পিছিয়ে। 

অবশ্য টেস্টে উইকেটহীন একটি পূর্ণ দিন দেখা গেলো ২০১৯ সালের পর। সর্বশেষ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এমনটা দেখা গিয়েছিল। তবে জিম্বাবুয়েতে ঘটেছে এবারই প্রথম। 

অবিশ্বাস্য প্রতিরোধের মূল কারিগর রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদী। তৃতীয় উইকেটে বিশাল জুটি গড়েছেন তারা। রহমত শাহ ২৩১ রানে অপরাজিত আছেন। টেস্টে আফগান কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস। অধিনায়ক হাশমত ব্যাট করছেন ১৪১ রানে। আগামীকাল ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির খোঁজে মাঠে নামবেন। এই জুটি অবিচ্ছিন্ন ৩৬১ রানে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ! 

আফগান দুই ব্যাটার দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রানে। রহমত ৪৯ রানে দিন শুরু করেছেন। হাশমতউল্লাহ শুরু করেন ১৬ রানে। পুরো দিনে তাদের কোনও পরীক্ষা নিতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা। অবশ্য বেশ কিছু হাফ চান্স ও ড্রপ ক্যাচের ঘটনা না ঘটলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত