Homeদেশের গণমাধ্যমেরংপুর রাইডার্সকে রাজশাহী ‘আহো ভাতিজা আহো’

রংপুর রাইডার্সকে রাজশাহী ‘আহো ভাতিজা আহো’


বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী বাকযুদ্ধে জড়িয়েছে। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী, অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল মৌসুম কাটাচ্ছে রংপুর রাইডার্স। আজকে তারা রংপুরকে ২৪ রানে পরাজিত করেছে। ৮ ম্যাচে একটিও হারেনি রংপুর, কিন্তু এদিন রাজশাহীর বিপক্ষে তাদের প্রথম হার হলো।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। এতে রাজশাহী আসরের চতুর্থ জয় পেয়েছে, আর রংপুরের প্রথম হার ঘটে।

এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রংপুর-রাজশাহীর বাকযুদ্ধ। রাজশাহী তাদের ফেসবুক পোস্টে রংপুরের উদ্দেশ্যে লিখেছে, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’ সেই সঙ্গে পোস্টারে রায়ান বার্লের ছবি যুক্ত করে পোস্টারে লিখেছে ‘আহো ভাতিজা আহো’।

এদিকে, রংপুর তাদের জবাবে রাজশাহীর পোষ্টে আরও একধাপ এগিয়ে গিয়ে লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা-পচা শামুকে কেটেছে পা! ‘ভয়ঙ্কর’ হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’

দুই ফ্র্যাঞ্চাইজির পোস্টই ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। নেটিজেনরা রংপুর-রাজশাহীর পোস্ট নিয়ে কৌতুকে মেতেছেন। এবারের বিপিএল আসর ইতোমধ্যে মাঠ ও বাইরের নানা বিতর্কে জর্জরিত। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার বাইরে বাড়তি উন্মাদনা জোগাচ্ছে দলগুলোর এসব কথার লড়াই!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত