Homeদেশের গণমাধ্যমেযে কোনো কাজে পারদর্শী হতে হবে: রবিন রাফান

যে কোনো কাজে পারদর্শী হতে হবে: রবিন রাফান


আসল নাম ওবায়দূর রহমান। ছেলের নাম রাফানের সঙ্গে নিজের ডাকনাম রবিন যুক্ত করে চ্যানেলের নাম রাখেন ‘রবিন রাফান’। হয়ে ওঠেন জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। নানা শিক্ষামূলক কন্টেন্টের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করে তুলছেন। এআই নির্ভর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রীতিমত মেন্টরের ভূমিকায়ও বেশ আলোচিত।

অবিশ্বাস্য প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠেন। দ্রুতই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক ফলোয়ার পেতে শুরু করেন। আকর্ষণীয় বিষয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার যাত্রা শুরু করেন। বর্তমানে ফেসবুক, টিকটক, ইউটিউব, লিংকডইন, ইনস্টাগ্রাম এবং এক্সর মতো প্লাটফর্মে জনপ্রিয় তার চ্যানেল।

সম্প্রতি ডিজিটাল কন্টেন্ট নিয়ে যাত্রা ও সফলতার গল্প শুনিয়েছেন জাগো নিউজকে। সাক্ষাৎকার নিয়েছেন বেনজির আবরার

জাগো নিউজ: কন্টেন্ট ক্রিয়েশনে কবে এলেন। এখানে সফলতার পেছনে অনুপ্রেরণা কী?
রবিন রাফান: কনটেন্ট নিয়ে কাজ শুরু হয় ২০১৭ সাল থেকে। অফিসিয়ালি ফেসবুকে কনটেন্ট দেওয়া শুরু হয় ২০১৯ সালের শেষের দিকে। কম সময়ে মানুষকে শেখানোর জন্য টেক রিলেটেড কনটেন্ট দিয়ে যাত্রা শুরু করি। সবাই খুব পছন্দ করছিল দেখেই নিয়মিত কনটেন্ট দেওয়া শুরু করে দিই। এখানে সফলতা পাওয়ার পেছনে আমার পরিবার অবশ্যই সব সময় সাপোর্ট দিয়েছে। আমার স্ত্রী এবং সন্তান সব সময় অনেক সাহায্য করেছে।

জাগো নিউজ: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বই লিখেছেন, সেই সম্পর্কে বলুন—
রবিন রাফান: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এবং ফ্রিল্যান্সারদের জন্য এবার অমর একুশে বইমেলায় দুটি বই লিখেছিলাম। সবার ভালোবাসায় দুটি বই বেস্টসেলার ঘোষণা করেছে বর্ষা দুপুর পাবলিকেশন। বইমেলা শেষ হয়ে গেলেও আমার লেখা বই ‘ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার’র বেশ চাহিদা রয়েছে। আমি কোনো গল্প বা কবিতা লিখিনি। আমি লিখেছি যে বিষয়ে আমি অভিজ্ঞ। মানুষকে লেখনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তাই সবাই খুব পছন্দ করেছে। বইতে কনটেন্ট ক্রিয়েটরদের যাবতীয় মাস্টার গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। যাতে তারা যেমন অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর হ্যাকিং থেকে নিজেদের রক্ষা করতে পারবে। যেগুলো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীর জন্য কাজে আসবে। ফ্রিল্যান্সারদের জন্য আমার যে বই, সেখানে ভবিষ্যতের কী কী স্কিল নিয়ে ভাবা উচিত এবং নতুন যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন; তাদের জন্য কী কী স্কিল শেখা উচিত, কোথায় শেখা উচিত, কীভাবে শেখা উচিত—এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি।

আরও পড়ুন

জাগো নিউজ: নবীন ক্রিয়েটরদের জন্য অনলাইনে লাইভ প্রশিক্ষণ দিচ্ছেন। তাদের জন্য আপনার পরামর্শ—
রবিন রাফান: আমি শুধু অনলাইনে নয়; অফলাইনেও কনটেন্ট ক্রিয়েটরদের ট্রেনিং দিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে আমি ৬৫ জন কনটেন্ট ক্রিয়েটরকে সরাসরি লাইভ প্রশিক্ষণ দিয়েছি। যার মধ্যে দুইজন কনটেন্ট ক্রিয়েটর ভারত থেকে এসেছিলেন। যেহেতু কনটেন্ট ক্রিয়েশন প্রফেশনটা বর্তমানে অনেক জনপ্রিয়। সবাই তাদের দক্ষতা দেখিয়ে আয় করতে পারছেন। তাই তাদের অভিজ্ঞভাবে এ প্রফেশনে কনটেন্ট নিয়ে কাজ করতে সাহায্যের জন্যই আমার এ পদক্ষেপ। যেহেতু বর্তমানে এআইয়ের সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের আমি এআই নিয়ে অভিজ্ঞতা বাড়িয়ে নতুন নতুন ক্রিয়েটিভ কনটেন্ট বাড়ানোর কাজ করে যাচ্ছি। আমি চাচ্ছি বাংলাদেশে আরও বেশি ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর আসুক। সেজন্যই আমার প্রথম এআই মাস্টার ক্লাসে নিবন্ধন শুরুর তিন দিনের মাঝে বিশ্বব্যাপী ৫শ’র অধিক বাঙালি কনটেন্ট ক্রিয়েটর কোর্সটি কিনেছেন। আমি চেষ্টা করছি তাদের এআই নিয়ে যত বেশি দক্ষ বানানো যায়। তাই নামমাত্র মাত্র ৩০০ টাকায় তাদের ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আরও ক্রিয়েটিভ কনটেন্ট বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছি। এ ছাড়া নতুন কনটেন্ট ক্রিয়েটরদের বলবো, যত বেশি নিজেকে আপডেট করতে পারবেন; ততই বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রিয়েটিভ কনটেন্ট বানিয়ে গ্লোবাল প্লাটফর্মে নিজেদের একটু জায়গা তৈরি করতে পারবেন।

জাগো নিউজ: আপনার অর্জন এবং পরিবারের সমর্থন কেমন পেয়েছেন?
রবিন রাফান: আসলে পরিবার থেকে ভালো সাপোর্ট না পাওয়া গেলে কিন্তু আসলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। আমি ভাগ্যবান যে, আমার পরিবার থেকে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে এসেছে। আমার স্ত্রী এবং আমার সন্তান আমার কনটেন্টের মাঝেও অনেক ধরনের সাপোর্ট দিয়ে এসেছে। তাদের সাপোর্ট পেয়ে আমি আরও নতুন নতুন কনটেন্ট বানানোর চেষ্টা করেছি এবং বেশ সাড়াও পেয়েছি।

জাগো নিউজ: তরুণদের জন্য আপনার পরামর্শ কী?
রবিন রাফান: তরুণদের প্রতি আমার একটাই পরামর্শ থাকবে—শুধু চাকরি কিংবা ব্যবসা নির্ভর না হয়ে পাশাপাশি অন্য যে কোনো কাজে পারদর্শী হতে হবে। দিন দিন সবকিছুর প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে। নিজেকে সফল করতে হলে সবার থেকে আলাদা এবং মাল্টিটাস্কিং কাজ করার মতো দক্ষতা অর্জন করতে হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত