ঢাকার সংস্কৃতিমনা এক পরিবারে জন্ম অঞ্জনার। মা কমলা সাহা, বাবা প্রফুল্ল চন্দ্র সাহা, বোনের নাম রঞ্জনা সাহা। শৈশব থেকে নাচের প্রতি অনুরাগ ছিল। বাবা-মা তাকে নাচ শিখতে পাঠান ভারতে। সেখানে পণ্ডিত বাবুরাজ হীরালালের কাছে কত্থক নাচে তালিম নেন অঞ্জনা। শিশুশিল্পী হিসেবেই শুরু করেন মঞ্চ পরিবেশনা।
১৯৯২ সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যান অঞ্জনা। ২০০৮ সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ‘ভুল’। কিন্তু কী ঘটেছিল তার জীবনে। সিনেমা থেকে কেনই বা সরে গেলেন তিনি।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অঞ্জনারা ছিলেন দুই বোন ও এক ভাই। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে হারিয়ে যান অঞ্জনার সেই ভাইটি। তার খোঁজে অনেকটা সময় তিনি গিয়ে পড়ে ছিলেন মার্কিন মুলুকে। সেসময় তার ক্যারিয়ারে ভাটা পড়ে। একমাত্র ভাইকে হারানোর শোক তাকে আর উঠে দাঁড়াতে দেয়নি।
অঞ্জনাকে নিয়ে শোনা যায় আরও অনেক উপকথা। সেসব পুরোপুরি সত্য না হলেও সত্যের খুব কাছাকাছি বলে ধরে নেওয়া যায়। প্রথমবার বিয়ে করার সময় মুসলমান হিসেবে ধর্মান্তরিত হয়েছিলেন অঞ্জনা। জাতীয় পরিচয়পত্রে তার নাম পাওয়া যায় অঞ্জনা সুলতানা। জানা যায়, স্বামী তাকে সিনেমায় অভিনয়ের ব্যাপারে নিরুৎসাহিত করতেন। একজন শিল্পী হিসেবে সেটা মেনে নেওয়া তার জন্য ভীষণ কষ্টকর হয়ে পড়ে। একসময় দুজনার বিচ্ছেদ হয়ে যায়।
দ্বিতীয়বার অভিনেত্রী বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বুলিকে। এই নির্মাতার বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জনা। কিন্তু আক্ষেপ ছিল এখানেও। প্রধান নায়িকা হিসেবে অভিষেক হওয়া অঞ্জনাকে দ্বিতীয় নায়িকা হিসেবে নিজের ছবিতে নিতেন নিজের স্বামী! শাবানা প্রধান নায়িকা হলে দ্বিতীয় নায়িকা হতেন অঞ্জনা। এ নিয়ে অভিমান দানা বাঁধে অঞ্জনার মনে। এক সময় বিচ্ছেদের পথ বেছে নেন তারা। তবে বিয়ের পরও তার দুটি সিনেমায় অভিনয় করেন অঞ্জনা। একটি ‘লালু সরদার’, অপরটি ‘নেপালি মেয়ে।’
আজিজুর রহমানের প্রতি আমৃত্যু শ্রদ্ধা ছিল অঞ্জনার। ২০২২ সালে এই নির্মাতার মৃত্যুতে অঞ্জনা বলেছিলেন, ‘আজিজুর রহমান বুলি অনেক আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন। তার মতো আধুনিক চিন্তার মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে কম এসেছেন।’
সাবেক স্বামীর কীর্তির প্রশংসা করে অঞ্জনা বলেছিলেন, ‘অনেক বছর আগে লোকেশনে বৈচিত্র্য আনার জন্য তিনি শুটিং করেছেন নেপাল, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসহ নানা জায়গায়। আশির দশকে তিনি পরিচালনা করেন “লাভ ইন সিঙ্গাপুর”। তখন সিঙ্গাপুরে সিনেমার শুটিং করা মানে অনেক টাকা পয়সার ব্যাপার। তিনি ছিলেন প্রযোজকও। প্রযোজক হিসেবে টাকা-পয়সা নিয়ে কখনই কার্পণ্য করেননি। এ জন্য তার সিনেমায় নতুনত্ব থাকতো।’
অভিনয়ে অনিয়মিত হয়ে গেলেও অঞ্জনার প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে মুক্তি পেয়েছে ‘প্রাণ সজনি’, ‘বন্ধু যখন শত্রু’, ‘চালু সরদার’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পায়। পর্দায় সক্রিয় না থাকলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত যাতায়াত ছিল অঞ্জনার। সর্বশেষ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। জ্বরে আক্রান্ত হওয়া কিছুদিন আগেও একটি টেলিভিশন চ্যানেলে রিয়্যালিটি শোয়ের বিচারক হয়েছিলেন।
আরএমডি/জেআইএম